ধামরাইয়ে কীটনাশক কারখানায় ভয়াবহ আগুন

সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে একটি কীটনাশক তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১৫ জন। সকালে উপজেলার কালামপুর এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আজ শনিবার (১২ নভেম্বর) সকালে চারতলা বিশিষ্ট ওই কারখানায় ভয়াবহ আগুন লাগে। এসময় মুহূর্তের মধ্যে আগুন পুরো চারতলা ভবনে ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা, ধামরাই, সাভার, আশুলিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা বেশী হওয়ায় এখনো ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১৫ জন। তবে কিভাবে আগুন লেগেছে এখানে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজ আহমেদ বিটিসি নিউজকে বলেন, আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাভার প্রতিনিধি মো. শামিম আহম্মেদ (শামিম) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.