ধামইরহাটে সহিংসতা মুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষে সাইকেল শোভাযাত্র

নওগাঁ প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, দুর্নীতি, নারী ও শিশুর প্রতি সহিংসতা মুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষে নওগাঁর ধামইরহাটে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠক ‘ভিলেজ কেয়ার এবং যুব উন্নয়ন ফোরাম’ ধামইরহাটের আয়োজনে আজ সোমবার বেলা ১১টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে সাইকেল শোভাযাত্রা বের করা হয়।

প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মো: আশরাফুল ইসলাম। র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ সমাজের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।

শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধামইরহাট সরকারি এমএম কলেজে গিয়ে শেষ হয়। পরে ভিলেজ কেয়ার এর প্রতিষ্ঠাতা মুরাদ মোবারক এর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, যুব উন্নয়ন ফোরামের সভাপতি জাহিদ ইকবাল, সহসভাপতি আবু আনসার স্বাধীন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বান্না, ভিলেজ ফোরামের সাংগঠনিক সম্পাদক মুরাদুজ্জামান, আবু আনসারীসহ প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.