ধলিয়া র্কমহীন মানুষদরে মাঝে এক্স স্টুডেন্টস ফোরাম উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণ

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে হক বাহাদুর উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্টস ফোরাম এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) করোনা ভাইরাসের সংকটের কারণে গরীব ও অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, আলু, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন ধলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সী।

করোনা ভাইরাসে আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধলিয়া ইউনিয়নের দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয়ের মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সি জানান, অকারনে বাড়ির বাহিরে বের হবেন না। সমাজিক দূরত্ব বজায় রাখুন। ঘরে থাকুন নিজ পরিবার ও দেশবাসীকে সুরক্ষিত রাখুন। গণজমায়েত পরিহার করুন। সাবান, পানি বা স্যানিটাইজার দিয়ে ঘনঘন হাত পরিষ্কার করুন। অতিরিক্ত পণ্যদ্রব্য ক্রয় করিবে না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.