ধলিয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে অনুদান

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে গত রাতে অগ্নিকান্ডে  ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।  আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ অর্থ ও তৈজসপাত্র দিয়ে সাহায্যের করেন উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্র জানায়, তোফাজ্জেল হোসেনের বসত (টিনশেড) ঘরে  থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে পড়ে। তাদের চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। অগ্নিকান্ডের এ ঘটনায় পাশবর্তী বিবি আয়েশার ঘরেও হাঁস-মুরগিসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের  এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ বৃহস্পতিবার সকালে  ধলিয়া ইউপি চেয়ারম্যন আনোয়ার আহম্মদ মুন্সি দুই পরিবারকে নগদ ৫ হাজার টাকা ও এক বস্তা চাউল প্রদান করেন। এছাড়াও ফেনী সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ৫ হাজার টাকা ও ১০টি করে কম্বল দেয়া হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা ও জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.