ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংগঠনের মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের স্থায়ী সমাধানে কঠোর আইন প্রয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

আজ শনিবার দুপুরে জাতীয় যুব জোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জাতীয় যুব জোট চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মোঃ তরিকুল ইসলাম, জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি আব্দুল মজিদ।

একই সময়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ও সদর উপজেলা কমিটির উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক(সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ আসলাম কবির, জেলা কমিটির সভাপতি সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল ও নারী নেত্রী শরিফা খাতুন বেবীসহ অন্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে ধর্ষণ বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে গোটা নারী সমাজ।

তাই এটা বন্ধে কঠোর আইন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। অন্যথায় আরও পরিস্থিতি খারাপ হতে পারে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.