ধর্মীয় প্রতিষ্ঠান,শিক্ষাঙ্গন এবং ওয়ার্ড কার্যালয়ে ফেস্টুন ও ডাস্টবিন বিতরণ

রাসিক প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ধর্মীয় প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ওয়ার্ড কার্যালয়ে সচেতনতামূলক ডিজিটাল ফেস্টুন এবং ডাস্টবিন বিতরণ করা হয়েছে আজ।

দুপুরে নগরভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত রাসিকের ওয়ার্ড সচিবদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহানগরীর পরিচ্ছন্ন কার্যক্রমে আধুনিকায়ন করতে নগরবাসীসহ সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নাগরিক সেবায় সকলকে আরো আন্তরিক হতে হবে। সেবার মান বৃদ্ধিতে কাজ করতে হবে। পরিচ্ছন্ন কাজের সাথে নিয়োজিত সকলকে দায়িত্বের প্রতি যত্নশীল হতে হবে।

তিনি আরো বলেন, মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ নগরীকে উন্নত বাসযোগ্য রূপে গড়ে তুলতে যে স্বপ্ন নিয়ে দিনরাত পরিশ্রম করছেন, তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।

ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতার কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে ওয়ার্ড সচিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় সভা অব্যাহত রয়েছে।

যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখা ও নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনকে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানসমূহে ডাস্টবিন বিতরণ করা হবে।

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোমিনের সভাপতিত্বে আয়োজিত সভায় কমিটির সদস্য ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম পিন্টু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার ও সকল ওয়ার্ড সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু ওয়ার্ড সচিবদের হাতে নগরীর ধর্মীয় প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ওয়ার্ড কার্যালয়ে সচেতনতামূলক ডিজিটাল ফেস্টুন এবং ডাস্টবিন বিতরণের জন্য তুলে দেন।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশক নিধন কার্যক্রম

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে পরিচ্ছন্নতার বিশেষ অভিযানের সমাপ্তি কার্যক্রম পরিদর্শন করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশে আজ শনিবার থেকে সপ্তাহব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযান চলাকালে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন হল ও ভবনের ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়।

গত সাত দিনে এসব আবর্জনা পূর্বপাড়া সুইমিং পুল, পশ্চিমপাড়া রোকেয়া হলের পেছনে জমাকৃত সকল আবর্জনা আজ সকালে অপসারণ করা হয়। এ অভিযানে ১শ জন শ্রমিক কাজ করে।

এ সময় ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং মোঃ সাজ্জাদ আলী, মশক সুপারভাইজার মোঃ সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

৬নং ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে ৬নং ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড পর্যায়ে নিয়োজিত সকল কর্মচারীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু।

তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দায়িত্ব গ্রহণের পর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন এ নগরীর পরিচ্ছন্ন পরিবেশের উন্নয়ন।

এ নগরীর উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কাজ এগিয়ে চলেছে। তাঁর সেই উদ্যোগকে বাস্তবায়ন করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

নগরীর পরিচ্ছন্ন পরিবেশের আরও উন্নয়ন, গৃহীত পরিকল্পনা বাস্তবায়নসহ রাসিকের সকল কার্যক্রমে গতিশীলতা আনয়নে ওয়ার্ড পর্যায়ে নিয়োজিত কর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে। ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণসহ রাসিকের সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে এ সভা আয়োজন করা হচ্ছে। যা পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে পরিচালিত হবে।

৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুর সভাপতিত্বে ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত সভায় ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন উপস্থিত ছিলেন।#(প্রেস বিজ্ঞপ্তি )#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.