দ. আফ্রিকার পার্লামেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কেপটাউনের পার্লামেন্ট ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুনের ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। অনেক দূর থেকেই ধোঁয়া দেখা যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি। খবর পেয়ে পার্লামেন্ট ভবনে পৌঁছেছে দমকলবাহিনী।
আজ রবিবার (০২ জানুয়ারি) স্থানীয় সময় পাঁচটার দিকে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। স্থানীয় এক কর্মকর্তা জেপি স্মিথ বলেছেন, আগুন নেভাতে একাধিক অগ্নিনির্বাপক গাড়ির মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।
নিরাপত্তার স্বার্থে পার্লামেন্ট ভবনের আশপাশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাধারণ মানুষকে। আগুন লাগার কারণ এখনও উদঘাটন করা যায়নি।
জরুরি বিভাগের এক মুখপাত্র ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে বলেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আমরা যতটুকু জানি আগুন ভবনের তিনতলায় ছড়িয়েছে। ভবনের জিমেও আগুন লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অফিসের ভেতর থেকে আগুনের সূত্রপাত। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.