দ্রুতগামী মটর সাইকেলের ধাক্কায় নিহত হওয়ার প্রতিবাদে ফুলছড়িতে বিক্ষুব্ধ এলাকাবাসীর সড়ক অবরোধ ॥ স্পীড ব্রেকার নির্মাণের দাবি

 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়ায় সড়ক দুর্ঘটনায় আজাদ আলী (৫০) নামে এক কৃষক নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী আজ সোমবার গাইবান্ধা-বালাসীঘাট সড়ক অবরোধ করে।

প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানায়, গতকাল রোববার বিকেলে দ্রুতগামী একটি মটর সাইকেল ফুলছড়ির বালাসীঘাট থেকে গাইবান্ধায় আসছিল। মদনেরপাড়ার পাকুর গাছের নিচে পথচারী আজাদ আলীকে মটর সাইকেলটি ধাক্কা দেয়। এতে আজাদ আলী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তার মৃত্যু ঘটে।

আজাদ আলীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মদনেরপাড়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী বালাসীঘাট-গাইবান্ধা সড়ক অবরোধ করে ঘটনার বিচার দাবি করে। এছাড়া তারা মদনেরপাড়া বাজার এলাকায় ঘন ঘন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবি জানান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.