বরিশালে ভুয়া পুলিশ গ্রেফতার

 

বরিশাল ব্যুরো: বরিশালের আগৈলঝাড়ায় রাসেল খোন্দকার নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল রোববার উপজেলার পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কের পুলিশ চেকপোস্টে তাকে আটক করা হয়।
এ ঘটনায় আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের মো. সেলিম খন্দকারের ছেলে রাসেল খোন্দকার (২৩) রোববার বিকালে গোপালগঞ্জ-পয়সারহাট পুলিশ চেকপোস্টে তার মটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে সে নিজেকে বরিশাল ডিআইজি অফিসের সিভিল কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় কর্তব্যরত এসআই জামাল হোসেনের নিকট।

এসময় রাসেল খোন্দকার ডিআইজি অফিসের কর্মকর্তা হিসেবে নিজের কার্ড দেখায়। পরিচয়পত্র দেখে এসআই জামাল হোসেনের সন্দেহ হলে রাসেলকে আটক করে। থানায় তাকে জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া পুলিশ বলে স্বীকার করে।

এ ঘটনায় এসআই জামাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এবং আজ সোমবার তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন বিটিসি নিউজকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.