দ্বিতীয় দফায় বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি

টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতুতে দ্বিতীয় দফায় বেড়েছে টোল আদায়। এর আগে ১৯৯৮সালে সেতু চালু হওয়ার পর ২০১১সালে প্রথমবার টোল বৃদ্ধি করা হয়েছিল।
গতকাল মঙ্গলবার (০২ নভেম্বর) বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি করা নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন জারি হলেও আজ বুধবার (০৩ নভেম্বর) বঙ্গবন্ধু সেতুতে পারাপার হওয়া যানবাহন থেকে পূর্ব ধার্যকৃত রেটে টোল আদায় করছে কর্তৃপক্ষ। তবে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ চালকদের অবহিত করতে প্রজ্ঞাপন জারির দিন থেকেই তাদের হাতে টোল বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপনের লিফলেট ধরিয়ে দিচ্ছে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়- সেতুতে টোল আদায় বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার পর মঙ্গলবার রাত থেকে সেতু পারাপার হওয়া যানবাহনের চালকদের অবহিত করতে তাদেরকে একটি করে লিফলেট দেয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত বাড়তি টোল আদায় করা হচ্ছে না। টোল আদায় সিস্টেম পরিবর্তন করে নতুন রেট সংযুক্ত করার পর টোল আদায় শুরু হবে।
বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি করা নিয়ে চালকদের মাঝে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.