দৌলতপুর খেয়াঘাট সাবেক লঞ্চঘাটে স্থানান্তরের দাবীতে জেলা প্রশাসক দপ্তর চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন 

বিশেষ (খুলনা) প্রতিনিধি: মঙ্গলবার সকাল ১১ টায় খুলনার দৌলতপুর খেয়াঘাট সাবেক লঞ্চঘাটে স্থানান্তরের দাবীতে জেলা প্রশাসক দপ্তর চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
দিঘলিয়ার সকল সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ মানববন্ধন পালিত হয়। এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন দেয়াড়া-দৌলতপুর খেয়াঘাটের দৌলতপুর পার পার্শ্ববর্তী সাবেক লঞ্চঘাটে স্থানান্তর দিঘলিয়াবাসীর যৌক্তিক দাবী।
দিঘলিয়ার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েরা ব্যস্ততম বাজারের চিপা গলি দিয়ে ধাক্কা ধাক্কি করে সড়কে উঠবে এটা একটা শোভ্য সমাজে কাম্য নয়। তেমনি দেশ-বিদেশে যাতায়াতকারি মানুষের মালামাল নিয়ে বাজারের চিপা গলি পেরিয়ে সড়কে পৌঁছাতে ভোগান্তির অন্ত থাকে না। এখানেই শেষ নয় দিঘলিয়ার মানুষের রুগী, শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাদের নিয়ে ঘাট দিয়ে পারাপার যাত্রীদের কঠিন ভোগান্তির সন্মুখিন হতে হয়।
দিঘলিয়ার মানুষের এ ভোগান্তি লাঘবে ঘাট স্থানান্তর যৌক্তিক দাবী। এ দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। বক্তারা দিঘলিয়ার মানুষের গণদাবীকে বাস্তবায়ন করে সাধারণ পারাপার যাত্রীদের দুর্ভোগ লাঘবে খুলনা জেলা প্রশাসক ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতি জোর দাবী জানানো হয়।
দিঘলিয়ার যে সকল স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন তা হলো দিঘলিয়া আলোর মিছিল, দিঘলিয়া স্বপ্ন তরী, ব্রহ্মগাতি ব্লাড ব্যাংক, দিঘলিয়া গ্রীন লাইফ, কবি কৃষ্ণ চন্দ্র ব্লাড ব্যাংক, পরিচ্ছন্ন দিঘলিয়া, কে ডি এস, দিঘলিয়া উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ প্রেসক্লাব দিঘলিয়া শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন দেয়াড়া-দৌলতপুর খেয়াঘাট স্থানান্তর কমিটির উপদেষ্টা ও মুখপাত্র শেখ আব্দুস সালাম, আন্দোলন কমিটির আহবায়ক শেখ রবিউল ইসলাম রাজিব, সদস্য সচিব শেখ রিয়াজ, দিঘলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, এ্যাড. আমিনুর রহমান, এ্যাড. মোল্লা আফুরুল ইসলাম, এ্যাড. হানিফ, সৈয়দ জাহিদুজ্জামান, সৈয়দ শাহজাহান, সৈয়দ সেকেন্দার, ডাক্তার হাফিজুর রহমান, সালাউদ্দিন বাবু, জাকির হোসেন, আরিফুল ইসলাম হাসান, মঞ্জুরুল ইসলাম বাবু, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম মোড়ল, শেখ শামীমুল ইসলাম, নবী হোসেন লিটন, স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন লাইফ এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রওশন আজাদ, আলোর মিছিলের সভাপতি শেখ তারেক, স্বপ্নতরীর সভাপতি গাজী আলী বাকের প্রিন্স, ব্রম্মগাতী ব্লাড লাইনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, খুলনা ডেভলপমেন্ট সোসাইটির সভাপতি আব্দুস সালাম শিমুল, কবি কৃষ্ণ চন্দ্র মজুমদার ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক প্রোসেসিং বিশ্বাস, এছাড়া দিঘলিয়া উন্নয়ন সংস্থা, আমার গাও দিঘলিয়া, হৃদয়ে শরিষাপাড়া নামক সামাজিক সংগঠন অংশ নেয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাইসুল আলম রবীন, কাজী বেলাল সাঈদ, শাঈদা পারভীন, এড. মঈনুল ইসলাম, সাবিনা ইয়াসমিন,  চুন্নু খন্দকার, আশাদুজ্জামান আশা, ইয়াসিন শেখ, ওয়াসিফ খান, আসমা আক্তার চম্পা, নাজনীন সুলতানা, হাসিবুর রহমান, আশরাফুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.