দৌলতদিয়া ঘাটে কোরবানি’র পশুবাহী ট্রাক’র সারি : চরম দুর্ভোগে গরু ব্যাপারীরা

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকাগামী কোরবানির পশুবাহী গাড়ির চাপ বাড়ায় পারাপারে দীর্ঘ সময় লাগছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন গরুর ব্যাপারীরা।

মূলত প্রাকৃতিক দুর্যোগ ও ফেরি স্বল্পতার কারণে এই পরিস্থিতিতে পড়েছেন তারা।

আর গরু ব্যবসায়ীরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, সময়মতো গরু রাজধানীর হাটে না আনতে পারলে তারা অর্থনৈতিক ভাবে চরম ক্ষতির মুখে পড়বেন। তাই দ্রুত যাতে কোরবানির পশুবাহী ট্রাকগুলো নদী পার হতে পারে তার ব্যবস্থা করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে দৌলতদিয়া জিরো পয়েন্টে সরেজমিন গিয়ে দেখা যায়, ঘাটের ৩নং পল্টন থেকে দীর্ঘ সারি রয়েছে ঢাকা-খুলনা মহাসড়কে। এই সড়কে নদী পারের জন্য অপেক্ষা করছে প্রায় ৪ শতাধিক যানবাহন। এর মধ্যে পশুবাহী ট্রাক রয়েছে প্রায় দেড় শতাধিক।

এদিকে, তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা গাড়িগুলো সড়কে অবস্থান করায় অনেক গরু অসুস্থ হয়ে পড়ছে। ব্যবসায়ীরা হাত পাখা দিয়ে গরুগুলোকে বাতাস দিচ্ছে। ফরিদপুর থেকে আসা গরু ব্যবসায়ী সোবহান মন্ডল বলেন, গতকাল শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে ঘাট পার হওয়ার জন্য এসেছি। আর আজ রবিবার এখন দুপুর ১টায় ফেরির দেখা পেলাম। রাতেই যদি নদী পার হতে পারতাম তাহলে বেশ কয়েকটি গরু আজ বিক্রি হতো।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, হঠাৎ করেই ‘ঘাটে পশুবাহী ট্রাকের চাপ বেড়েছে। তবে নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক ভাবে চলতে পারছে না। একেকটি ফেরির নদী পার হতে ১ থেকে দেড় ঘণ্টা সময় লাগছে। যার কারণে ঘাটে এসে গরুর গাড়িগুলোকে একটু অপেক্ষা করতে হচ্ছে।’

বর্তমান দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ১৪টি ফেরি চলাচল করছে। এর মধ্যে ৭টি বড়, ৬টি ছোট ও একটি মাঝারি ফেরি রয়েছে।

এদিকে, পদ্মা নদীর অব্যাহত পানি বৃদ্ধির কারণে বর্তমান দৌলতদিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার কারণে চরম ঝুঁকিতে রয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরি ঘাট।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাজবাড়ী প্রতিনিধি মো. আব্দুল জলিল#

Comments are closed, but trackbacks and pingbacks are open.