দোহায় বসছে যুক্তরাষ্ট্র ও তালেবানের শীর্ষ নেতারা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো তালেবানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় আজ শনিবার (০৯ অক্টোবর) ও আগামীকাল রবিবার (১০ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় তালেবানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মার্কিন প্রতিনিধির ওই বৈঠক হবে বলে জানা গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত আগস্টের মাঝামাঝি রাজধানী কাবুল দখলের মধ্যদিয়ে আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানায় তালেবান। পরে ২০ বছর ধরে দেশটিতে থাকা আমেরিকার সেনাদেরও ফিরিয়ে নেওয়া হয়।
আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে আনার পর দেশটির ক্ষমতাসীন নেতৃত্বের সঙ্গে এবারই প্রথম আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৈঠকে আফগানিস্তানে চরমপন্থী গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ ও বিদেশীদের সরিয়ে নেওয়ার ব্যাপারে আলচোনা হতে পারে বলে জানা গেছে।
এই বৈঠক প্রসঙ্গে দোহায় নিযুক্ত তালেবানের মুখপাত্র শাহিন সোহেল বলেছেন, একটি বৈঠক হবে। এতে দ্বিপাক্ষীয় নানা বিষয়ে আলাপ হবে। দোহা চুক্তি নিয়েও কথা হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.