দেশে ফিরতে রাজি হয়েছেন ভূমধ্যসাগরে আটকে পড়া ৬৪ বাংলাদেশি

ঢাকা প্রতিনিধি: ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে একটি নৌকাতে আটকে থাকা ৬৪ বাংলাদেশি দেশে ফিরতে রাজি হয়েছেন।

গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন। এতদিন পর্যন্ত ওই বাংলাদেশিরা দেশে আসতে অপারগতা জানিয়েছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলী ওই বাংলাদেশিদের সঙ্গে কথা বলে তাদের দেশে ফেরার বিষয়ে রাজি করিয়েছেন। তবে শুরু থেকেই তারা ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন।

৬৪ বাংলাদেশির মধ্যে মাদারীপুর জেলার ২৬, ব্রাহ্মণবাড়িয়ার ১৫, সিলেটের ৮, শরীয়তপুরের ৩, মৌলভীবাজারের ৩, নোয়াখালীর ২ জন এবং ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, চাঁদপুর, ফরিদপুর ও সুনামগঞ্জের একজন করে আছেন।

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ৬৪ বাংলাদেশি মিসরীয় একটি নৌকায় তিউনিসিয়ার জলসীমায় আটকে রয়েছেন। তিউনিসীয় কর্তৃপক্ষ নৌকাটিকে তীরে ভিড়তে না দেওয়ায় তারা সেখানে নামতে পারছেন না।

জানা গেছে, লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা। মাঝপথে তাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। পরে একটি মিসরীয় উদ্ধারকারী নৌকা তাদের তিউনিসিয়া উপকূলে নিয়ে আসে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.