দেশের সকল উন্নয়ন পরিকল্পনার সূচনা বঙ্গবন্ধুর হাত ধরেই – ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন,দেশের সকল উন্নয়ন পরিকল্পনার সূচনা বঙ্গবন্ধুর হাত ধরেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের একটানা ১৩ বছরে বদলে গেছে বাংলাদেশের চিত্র। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় দেশের পুরো চেহারাই বদলে দিয়েছেন।
শনিবার জামালপুরের ইসলামপুর নোয়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন-দেশের মাটিতে কুঁড়েঘর, ছনের ছাউনি কিংবা বিদ্যুতহীন অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সেই চিত্র এখন ইতিহাস। ‘তলাবিহীন ঝুড়ির অপবাদকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ এখন সারাবিশ্বের সামনে উন্নয়নের রোল মডেল। জাতির পিতা বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বল্পোন্নত বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে থেকে এগিয়ে চলেছে দুর্বার গতিতে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে সাংগঠনিক অবকাঠামো জোরদার করতে  দলীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আছাদুজ্জামান মাস্টারের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,সাবেক সহ সভাপতি মজিবর রহমান শাহজাহান প্রমুখ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা মাস্টারের সঞ্চালনায় চেয়ারম্যান সুরুজ্জামান সুরুজ,যুবলীগ সভাপতি সাইদুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.