দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার যা করেছে তা ইতিহাসের বিরল – ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার যা করেছে তা ইতিহাসের বিরল,যা ইতিপূর্বে কোন সরকার ক্ষমতায় এসে করতে পারিনি।
প্রতিমন্ত্রী শুক্রবার জামালপুরের ইসলামপুরে ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে পোড়ারচর শাহ্ মোজাম্মেলিয়া আহ্ম্মেদিয়া দাখিল মাদ্রাসার ৪তলা নব নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি সরকার উন্নয়নের নামে দেশে শুধু জঙ্গি তৈরী করেছিলো, আর আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে জঙ্গি নির্মুলে সক্ষম হয়েছে। তার বাস্তব প্রমাণ ১৪ বছরে দেশে একটি বোমাও বিস্ফোরণ হয়নি। দেশ আজ শান্তিতে রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে ৩৫ সালের মধ্য উন্নত দেশে সামিল হবে। উন্নয়নে ধারা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,অফিসার ইনচার্জ মাজেদুর রহমানসহস্থানীয় সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.