দেশামকেই আবারও দায়িত্ব দিয়েছে ফ্রান্স

বিটিসি স্পোর্টস ডেস্ক: কোচ দিদিয়ের দেশামের সঙ্গে চুক্তি নবায়ন করলো ফরাসি ফুটবল ফেডারেশন। ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে ফ্রান্সকে জিতিয়েছিলেন বিশ্বকাপ। কোচ হিসেবে দলকে টানা দুইবার তুলেছেন ফাইনালে। যার মধ্যে একটিতে জিতেছেন শিরোপা।
বিশ্বকাপ ভাগ্যসম্পন্ন এই দেশামকেই আবারও দায়িত্ব দিয়েছে ফ্রান্স। চতুর্থ মেয়াদে চুক্তি নবায়ন করায় ফরাসিদের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকরা কোচ তিনি।
২০২৪ সালের উইরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০২৬ সালের বিশ্বাকাপের শিরোপা জয়ের আশা নিয়েই দায়িত্ব নিয়েছেন দিশাম।
এফএফএফের সাধারণ সভা শেষে চুক্তির মেয়াদ বাড়ানোর খবর দিয়ে দেশাম বলেন, ‘আমি এখন এমন একটা কিছু ঘোষণা করতে যাচ্ছি, যেটি আমার জন্য খুব খুশির খবর। আর খবরটা হলো সভাপতি সিদ্ধান্ত নিয়েছেন, আমার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়াতে। ফ্রান্স দলের সবকিছু ঠিকঠাক চলতে এমন কিছুরই দরকার ছিল।’
আগের চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত ফ্রান্সের দায়িত্বে থাকার কথা ছিল দেশামের। দেশকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠালেও এবার কাতারে রানার্সআপ হতে হয়েছে দেশামদের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.