দেশসেরা নির্বাচিত হওয়ায় রাসিক মেয়রের সাথে রাজশাহী কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ, মেয়রের অভিনন্দন জ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং ২০১৮ এর ফলাফলে দেশসেরা নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ। ২০১৫ সাল থেকে টানা চতুর্থবারের মতো দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে এই বিদ্যাপীঠ।
এ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক।
বৃহস্পতিবার দুপুরে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সিটি মেয়র।
এ সময় রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ওলিউর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.