দৃষ্টান্তের দিশারী ঔপন্যাসিক শ্রী হেমন্ত সরখেলের “অপরিচিত”

কলকাতা) প্রতিনিধি: সাহিত্য প্রেমী মানুষ সব সময় ভালো বইয়ের সন্ধানে থাকেন ৷ সাহিত্যের রসদ মানুষকে আবেগে ভাসায় ৷ জীবন বোধকে নাড়া দিয়ে যায় ৷ উত্তরণের পথে নিয়ে যায় ৷ একে একে সম্মুখস্ত আলোর পথগুলো খুলে দেয় ৷

সম্পর্কগুলোকে বাঁধে ৷ আরও উজ্জ্বল করে ৷ হৃদয়ে হৃদয়ে ভালোবাসা অনুরণিত হয় ৷

সদ্য সমাপ্ত কলকাতা পুস্তক মেলায় প্রকাশিত ঔপন্যাসিক শ্রী হেমন্ত সরখেলের উপন্যাস তেমনই এক দৃষ্টান্তের দিশারী ৷ উপন্যাসের নাম ” অপরিচিত “ ৷ এ এক মাতৃত্বের গল্প ৷ নাড়ী ছেঁড়া ধনের প্রতি মাতৃত্বের আকুল আকুতির গল্প ৷ মায়ের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি রক্ত বিন্দু ধাবিত হয় শুধু সন্তানের দিকে ৷ এখানে বৈধ অবৈধের কালিমা স্পর্শই করতে পারে না ৷ জঠরের এই সম্পদ তাকে স্বর্গীয় আনন্দের স্বাদ দেয় ৷ এই উপন্যাসের রন্ধ্রে রন্ধ্রে গাঁথা আছে এই পরম সত্য, মায়ের চেয়ে মহীয়সী,পবিত্র কোন সম্পর্কের ঘ্রাণ হতে পারে না  ৷ তাঁর নিরাপদ আশ্রয় সন্তানের একমাএ পৃথিবী ৷
লেখকের উপন্যাসের বিন্যাস স্বাতন্ত্র্যতার দাবী রাখে ৷ শব্দ চয়ন, লেখনীর বাঁধনে পাঠকের মন জয় করে নিয়েছে ইতিমধ্যেই ৷ লেখকের ধ্রুপদী উপস্হাপনা নাড়া দিয়েছে পাঠকের হৃদয়কে ৷ ইতিমধ্যেই লেখক শ্রী হেমন্ত সরখেল পেয়েছেন বহু পুরস্কার ৷ আপনারও সংগ্রহে রাখার মত এই বই ৷ সাহিত্যের আঙ্গিনায় আরও মানুষের কাছে পৌছে যাক এমন একটি উপন্যাস ৷ লেখকের জন্য রইল অনেক শুভ কামনা ৷
লেখক: শ্রী হেমন্ত সরখেল

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.