দুর্নীতির অভিযোগে (ইউজিসি)’র সচিব খালেদকে অব্যাহতি

ঢাকা প্রতিনিধি: দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. খালেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এদিকে ইউজিসির সহকারী পরিচালক ও সহকারী সচিব পদের নিয়োগটি স্থগিত করা হয়। নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর অভিযোগে গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইউজিসির পূর্ণ কমিশনের ১৫৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইউজিসি চেয়ারম্যানের কী-পারসোনাল সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিশন সূত্রে জানা গেছে, ইউজিসির সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর ঘটনায় তাকে ওএসডি করা হয়।

সচিব মো. খালেদের মেয়ে পরীক্ষার্থী হওয়ার পরও কমিশনকে না জানিয়ে তিনি নিয়োগ কমিটিতে দায়িত্ব পালন করেছেন।

এ ঘটনায় কমিশনের সাবেক সদস্য ড. মো. ইউসুফ আলী মোল্লাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সচিবের বিরুদ্ধে প্রভাব খাটানোর প্রমাণ পাওয়া যায়।

এর পরিপ্রেক্ষিতে তাকে ওএসডি করার সিদ্ধান্ত নেয় কমিশন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.