দুর্নীতিবিরোধী দিবসে চাঁপাইনবাবগঞ্জে সনাকের মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশ বাংলাদেশ এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।
‘দুর্নীতির বিরুদ্ধে এক সাথে, সবার অধিকার, সবার দায়িত্ব’ এই প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে সনাকের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সনাক সহ-সভাপতি মোঃ রাইহানুল ইসলাম লুনা, সনাক সদস্য সেলিনা বেগম, স্বজন সদস্য মোঃ এনামুল হক, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সহ-সমন্বয়কারী মোসাঃ জান্নাতুন ফেরদৌস পলি, সদস্য দীপংকর পাল, ইয়েস সদস্য মোঃ পারভেজ আক্তারসহ অন্যরা।
দিবসটি উপলক্ষে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য নিম্নলিখিত দাবি সম্বলিত ধারণাপত্র পাঠ করেন সনাক সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপি।
এদিকে, দিবসটি উপলক্ষে সনাকের সহযোগিতায় টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত গোবরাতলা অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের মোঃ আসজাদুর রহমান মান্নু, সনাক সদস্য গৌরী চন্দ সিতু, এসিজি’র সমন্বয়কারী মোঃ খাইরুল ইসলাম, সহ-সমন্বয়কারী মোঃ তসলিম উদ্দিন, হাই স্কুল শিক্ষক মোঃ শাহ আলম। ধারনাপত্র পাঠ করেন মোসাঃ শাপলা খাতুন। বক্তরা দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এসময় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য, এসিজি সদস্য, টিআইবি কর্মকর্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.