দুবাইয়ের আল-খাওয়ানিজ অঞ্চলে কোরআন শরিফের আলোকে নির্মিত হলো বিশ্বে প্রথম পার্ক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্বে প্রথমবারের মত গত ২৯ মার্চ দুবাইয়ের আল-খাওয়ানিজ অঞ্চলে ৬৪ হেক্টর জমির ওপর পবিত্র কোরআন শরিফের আলোকে নির্মিত ‘আল কোরআন পার্কটি উদ্বোধন করা হয়।

ইসলাম ধর্ম ও কোরআন সম্পর্কে মানুষকে প্রকৃত ধারণা দিতে এই অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে ।

দুবাই ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, বিনামূল্যে পার্কটিতে প্রবেশের সুযোগ করে দেয়া হয়েছে। এছাড়া পার্কটি শুধু মুসলিমদের জন্য নয়, সব ধর্মের মানুষদের জন্য এটি উন্মুক্ত।

পার্কটির মাধ্যমে ইসলামের অর্জনগুলো মানুষ ভালোভাবে জানতে পারবে ।

জানা যায়, কোরআনে উল্লেখিত ৫৪টি গাছের সমন্বয়ে ১২টি উদ্যান রয়েছে পার্কটিতে।

পার্কটিতে রয়েছে মূল প্রবেশদ্বার, প্রশাসনিক ভবন, ইসলামিক বাগান, শিশুদের খেলার স্থান, দর্শনীয় স্থান, উন্মুক্ত আঙ্গিনা এবং কুরআনের অলৌকিক ঘটনার বর্ণনাসমৃদ্ধ এলাকা।

এছাড়া পার্কে দর্শনার্থীদের সুবিধার্থে কোরআনের প্রাসঙ্গিক আয়াত ও ঘটনা লিখে দেয়া হয়েছ প্রতিটি নির্মাণের পাশে। পার্কটি নির্মাণে দুবাই মুদ্রায় ২৭ মিলিয়ন অর্থ ব্যয় করা হয়েছে বলে জানা যায়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.