মৌসুমের প্রথম কালবৈশাখীর তাণ্ডবে বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নারী শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

ঢাকা প্রতিনিধি:  গতকাল রবিবার সন্ধ্যায় মৌসুমের প্রথম কালবৈশাখীর তাণ্ডবে বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নারী শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার খোলামুড় এলাকা থেকে রবিবার সন্ধ্যায় সাব্বির হোসেন (১৮) ও তুহিন (২০) সহ ৬ বন্ধু নৌকা যোগে বুড়িগঙ্গা নদী পার হয়ে কামরাঙ্গীরচর যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে।

এতে নৌকা ডুবে গেলে চারজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন সাব্বির ও তুহিন।পরে স্থানীয়রা রাত সাড়ে ৮ টায় দুইজনের মরদেহ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করে।

অপর দিকে কেরানীগঞ্জ মডেল থানার বরিশুর এলাকায় রুমি আক্তার ও তার শিশু পুত্র আলী হোসেন কামরাঙ্গীরচর এলাকার মাদ্রাসাপাড়ায় যাওয়ার সময় তাদের নৌকা ঝড়ের কবলের পড়ে নিখোঁজ হন।

পরে রাত ৮টার দিকে মা-ছেলের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে। এ ব্যাপারে রুমির স্বামী জিয়াউর রহমান বাদী অপমৃত মামলা করে।

এদিকে  আজ সোমবার চার মরদেহ ময়নাতদন্তের জন্যে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মুহাম্মদ যুবায়ের বিটিসি নিউজকে জানান, এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.