দুপুরে আত্মসমর্পণ, রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরের খুলশী থানায় খুনসহ ১৩ মামলার এক আসামি আত্মসমর্পণের পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মোহাম্মদ বেলাল (৪৩) নামে ওই আসামি বন্দুকযুদ্ধ হওয়ার ১২ ঘণ্টা আগে থানায় আত্মসমর্পণ করেছিলেন।

গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে খুলশী থানার জালালাবাদ পাহাড়ে এই বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ দাবি করেছে।

নিহত বেলাল নগরের আমবাগানে রেলওয়ে লোকোশেড কলোনির আব্দুল কাদেরের ছেলে। তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিটিসি নিউজকে বলেন, গতকাল বুধবার দুপুর একটার দিকে বেলাল আত্মসমর্পণ করে। তার তথ্যের ভিত্তিতে নগরের জালালাবাদের পাহাড়ে রাতে বেলালকে অস্ত্র উদ্ধারে নিয়ে যাওয়া হয়। এ সময় তাকে ছিনিয়ে নিতে চেষ্টা করে একদল সন্ত্রাসী। এতে উভয়পক্ষের মধ্যে ২০ মিনিট বন্দুকযুদ্ধ হয়।

‘পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বেলালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ এবং ৪টি রাম দা উদ্ধার করা হয়েছে’ বলেন ওসি প্রণব চৌধুরী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.