দিল্লীতে ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত ট্রেন ও বিমান পরিষেবা

কলকাতা প্রতিনিধি: রাজধানী দিল্লী  ও সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত ট্রেন ও বিমান পরিষেবা। দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি বিমানবন্দরে উড়ান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে।  বহু ট্রেনও দেরিতে চলছে ৷  যাত্রীরা ভোগান্তির শিকার ৷
আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজধানীর রাস্তায় দৃশ্যমানতা ৫০ মিটারেরও কম ছিল সকালের দিকে৷ যার ফলে  যানবাহনের গতি ছিল অত্যন্ত ধীরে ৷ গতকাল রবিবার রাত থেকেই গভীর কুয়াশার চাদরে মোড়া দিল্লি ও লাগোয়া শহরগুলি ৷ আজ সোমবার সকালেও কুয়াশার দাপটে রাস্তায় যানবাহনের গতি ছিল অত্যন্ত ধীর। হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। অন্তত ৩০টি ট্রেন , লোকাল ও এক্সপ্রেস মিলিয়ে দেরিতে চলছে কুয়াশার কারণে ৷

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান পরিষেবা সংস্থাগুলির পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার জন্য বিমান ওঠানামায় দেরি হচ্ছে।  ২০০ মিটার থেকে ১৫ মিটার পর্যন্ত দৃশ্যমানতার ক্ষেত্রে শুধুমাত্র ক্যাট-III- বি গোত্রের বিমানগুলি ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)-এর মাধ্যমে অবতারণ করতে পাড়বে বলে জানান হয়েছে ৷
অত্যন্ত খারাপ আবহাওয়া’র সতর্কবার্তা জারি করা হয়েছে ৷  রাজধানীতে আজকের তাপমাত্রা ২.৪ ডিগ্রী সেলসিয়াস ৷ তাপমাত্রা আরও নামবে বলা হয়েছে মৌসমের পক্ষ থেকে ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.