দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে “আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ” অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: “আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ” এই শিরোনামে দেশ ব্যাপী একযোগে সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সম্মেলক আবৃত্তি, সম্মেলক গান, সম্মেলক নৃত্য এবং শেষে নাটক।
১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত “আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ” শিরোনাম অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সুলতান কামাল উদ্দিন বাচ্চু এর সভাপতিত্বে এবং সহ- সাধারণ সম্পাদক হারুন উর রশিদ এর প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নাট্য সমিতি দিনাজপুর এর সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু , বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর এর সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি রবিউল আউয়াল খোকা, ভৈরবী দিনাজপুর এর সহ-সভাপতি ড. টিটো রেদোয়ান, বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থা দিনাজপুর এর সাধারণ সম্পাদক হাসান আলী শাহ, উদীচী দিনাজপুর এর সাধারণ সম্পাদক সত্য ঘোষ।
আলোচনা সভা শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর পরিবেশনায় আহকাম উল্লাহ’র গ্রন্হনায় “সংস্কৃতির বাংলা” শিরোনামে আবৃত্তিতে অংশ গ্রহণ করেন সুলতান কামাল উদ্দিন বাচ্চু, আবু সাইদ সরকার, সুব্রত, শুভ, মন্নিক, সুর্বনা, রাই, লাজু, জেবা, মৌ, হিনু, কেয়া।
চাই সম্প্রীতির বাংলাদেশ শিরোনামে সংগীততে অংশ গ্রহণ করেন প্রদীপ ঘোষ, স্বীকৃতি দাস, সুজন দে, প্রঙ্গ, পূর্বা, মাসুূদা, গুলশান আরা, মায়মুনাহ মৌলি, প্রশান্ত, রনি, সুমন, রনন। যন্ত্র সংগীতে সহযোগিতায় র্কি বোর্ডে রাজ্জাক, গীটারে অশোক দাস ও সুমন, অক্টোপ্যাডে আকাশ, তবলায় লিপন।
আজাদ আবুল কালাম এর রচনায় সুলতান কামাল উদ্দিন বাচ্চু’র নির্দেশনায় “ঠিকানা বাংলাদেশ” পথ নাটকে অভিনয়ে অংশগ্রহণ করেন – যুবকঃ রনন, যুবতীঃ স্নেহা, লোক-১ঃ, ওয়াসিম শান্ত, লোক-২ঃ রনি, লোক-৩ঃ প্লেটো, লোক-৪ঃ রহমত, কাজীর বউঃ স্মৃতি, কাজীঃ সাইফুল, মুরুব্বি ১ঃ শাহাজাহান, মুরুব্বি ২ঃ মাসুম।
নৃত্য ১ – পল্লব সরকার এর পরিচালনায় বিজয়, তরসা, বিকাশ, পল্লব।
নৃত্য ২ – র‌‌ওনক আরা হক নিপার পরিচালনায় ভাগ্যশ্রী, অর্পা, আরিশা, সোহানা, মোনামী, অর্থি।
অনুষ্ঠানে যে সব সাংস্কৃতিক সংগঠন সমূহ সহযোগিতা করেছেন – উদীচী, নবরুপী, ভৈরবী, সুইহারী সংগীত নিকেতন, দোলনচাঁপা, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সপ্তস্বর, আবৃত্তি কানন, অম্বিকা সাংস্কৃতিক পরিবার ও পাতা সাহিত্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো. মিজানুর রহমান (ডোফুরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.