দিনাজপুরে মতিহারের কবি ও কবিতা স্মারকগ্রন্থের প্রকাশনা উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের আয়োজনে এবং দিনাজপুর প্রেসক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুজন প্রাক্তন শিক্ষার্থী কানাডা প্রবাসী নয়ন হাফিজ ও দিনাজপুরের কবি আযাদ কালাম এর সম্পাদিত “মতিহারের কবি ও কবিতা” গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা।
৩০ মার্চ ২০২৪ শনিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় কবি আযাদ কালামের সঞ্চালনায় ” মতিহারের কবি ও কবিতা “গ্রন্থটির উপর এবং দিনাজপুরের সাহিত্য চর্চার প্রেক্ষাপটে আলোচনা করেন বিশিষ্ট কবি সাহিত্যিক সৈয়দ শামসুল আলম, কামরুজ্জামান গোপাল, মোজাম্মেল বিশ্বাস, এ্যাডঃ মাজাহারুল ইসলাম সরকার, ছায়েদ আলী, আব্দুল জলিল, মাহাবুব আলী আজহারুল আজাদ জুয়েল, এ্যাডঃ সৈয়দ কেরামত হোসেন, চাষা হাবীব, অদিতি রায়, আব্দুর রাজ্জাক, কমল কুজুর, বিধান দত্ত, নিরঞ্জন হীরা, তুষার শুভ বসাক, রুবি আফরোজ, ওয়াসিম আহম্মেদ শান্ত, এ্যাডঃ সৈয়দ কেরামত হোসেন, মোঃ মিজানুর রহমান (ডোফুরা), চৌধুরী মোঃ তারিক, হরিদাস মহন্ত ও সবুজ প্রমুখ।
এছাড়া মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাশী কুমার দাস। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ মুস্তাফিজ।
বক্তারা বলেন, “মতিহারের কবি ও কবিতা” রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কবিতা চর্চা এমনকি সামগ্রিক সাহিত্য চর্চার ইতিহাস ভিত্তিক একটি স্মারকগ্রন্থ। ১৯৫৩ সালে বিশ্ববিদ্যালয়ের জন্মকাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী যাঁরা সাহিত্য চর্চা করেছেন এই গ্রন্থটি তাঁদের একটি ঐতিহাসিক দলিল। বাংলা ভাষার মহান জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্‌র কবিতা দিয়ে শুরু করে বর্তমান সময়ের মেধাবী তরুণ কবিসহ ২১০ জনের কবিতা ও গদ্য মিলে ৪০০ পৃষ্ঠার বিশাল কলবরের গ্রন্থটিতে কবিতা ও গদ্যের সাথে লেখকের জন্মের সন তারিখ, প্রয়াতদের মৃত্যুসাল, বিশ্ববিদ্যালয়ে অবস্থানকাল, সম্পাদিত সাহিত্য পত্রিকার নামসমূহ, প্রকাশিত গ্রন্থসংখ্যা, যোগাযোগের ইমেইল, ফোন নম্বর ও ছবি সংবলিত সংক্ষিপ্ত পরিচিতি সংযুক্ত রয়েছে। একুশে বইমেলা ২০২৪ এ বইটি প্রকাশ করেছে ঢাকা প্রকাশনা সংস্থা যুক্ত প্রকাশ। গ্রন্থটির মূল্য এক হাজার টাকা রাখা হয়েছে।
সাহিত্য আড্ডায় দিনাজপুরের সকল স্তরের কবি-সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো. মিজানুর রহমান (ডোফুরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.