দিনদিন হারিয়ে যাচ্ছে নাটোরের বেত বন

নাটোর প্রতিনিধি: নাটোর জেলার গ্রাম থেকে শহরের সংযোগ কাঁচা সড়কের দুই পাশ জুড়ে, দেখা মিলত ক্ষুদ্র ও বৃহৎ আকারের বেত বন। যা এখন শুধুই স্মৃতি। তবে অনেক স্মৃতি মুঠোফোনে বন্দী হলেও, বেত বনের সেলফিও চোখে পড়ে না। সড়কের দুই পাড়ে চোখে পরে কেবল বসতি।
নাটোরে ভরাট হচ্ছে জলাশয়, অবরুদ্ধ হচ্ছে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ। বাড়ছে জনসংখ্যা, কমছে বন, জমি, জলাশয়। প্রকৃতি হারাতে বসেছে ভারসাম্য। উজার হয়েছে বেত বন, ব্যবহার বন্ধ হয়েছে বেতের তৈরি সকল পণ্য।
বেত বর্তমানে নাটোরে এক বিপন্ন প্রজাতি। বেতগাছ সাধারণত নাটোরের বিভিন্ন গ্রামের রাস্তার পাশে, বসতবাড়ির পেছনে, পতিত জমিতে ও বনে কিছুটা আদ্র জায়গায় জন্মে নিত। কিছুদিনের মধ্যেই বেত ঘন হয়ে ঝাড়েও পরিণত হত।বেত এক প্রকার সপু®পক উদ্ভিদ। বেত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের ভেজা ও জংলা নিচু জমিতে ভাল জন্মে। বেতগাছ জঙ্গলাকীর্ণ কাটাঝোপ আকারে দেখা যায়। চিরসবুজ এই উদ্ভিদটি পূর্ণবয়স্ক অবস্থায় ৪৫ থেকে ৫৫ ফুট এবং কখনো তার চেয়েও বেশি লম্বা হয়ে থাকে। সাধারণত ছয় প্রজাতির বেত পাওয়া যায়। এদের কান্ড দেখতে চিকন, লম্বা, কাঁটাময় ও খুবই শক্ত এবং শাখাহীন।
শুকনো বেত দিয়ে বিভিন্ন হস্তশিল্প জাতীয় জিনিসপত্র তৈরি করা হয়, যেমন-চেয়ার, টেবিল, মোড়া, ডালা, কুলা, চাঙ্গারী, মুড়া, হাতপাখা, চালোন, গোলা, ডোল, ধামা, পাতি, বই রাখার তাক, সোফা, দোলনা, খাট, ঝুড়ি, টেবিলল্যা¤প, ল্যা¤পশেড ইত্যাদি।
এটি গৃহসজ্জার কাজেও ব্যবহার করা হয়, বিশেষ করে রেস্তেরা ঘর বা অফিসের শৌখিন পার্টিশন হিসেবে এর ব্যাপক ব্যবহার হয়ে থাকে। এছাড়া লম্বা বেত ফালা করে নানা কিছু বাধার কাজেও ব্যবহার করা হয়। ফলের জন্য বেতের চাষ করা হয় না। বেতের প্রধান ব্যবহার হস্তশিল্প সামগ্রী তৈরির কাঁচামাল হিসেবে। তবে ফল খেতে সুস্বাদু ও অনেকেরই প্রিয়।
নাটোর পৌরসভার ২নং ওয়ার্ডের বলারীপাড়া মহলার খন্দকার আনিছুর রহমান জানান, ‘বেশ মনে পড়ে আশির দশকের কথা। তার পিতার প্রায় চার বিঘা জায়গা জুরে ছিল প্রকান্ড বাগান। বাগান জুরে ছিল বিভিন্ন জংলা গাছ, ফলজ গাছ সহ বাঁশ বন আর বেত বন। বাগান জুড়ে এখন শুধুই নির্মাণ হয়েছে ইমারত। বসতির কারণেই উজার হয়েছে বাগানের গাছ গাছালি আর বেত বন।
নিচাবাজারে হস্তশিল্প বিপনন প্রতিষ্ঠান নিতাই ষ্টোরের মালিক শ্রী নিতাই বসাক জানান ,৯০ দশকে তিনি বেতের তৈরি পন্য বিক্রি করতেন। এখন আর পাওয়া যায় না, ক্রেতারাও চায় না। প্লাষ্টিক পণ্যের ভিড়ে হারিয়ে গেছে হস্তশিল্পের অনেক পন্য। আগে প্রয়োজনের তাগিদে মানুষ বাঁসের, বেতের তৈরি অনেক কিছুই ব্যবহার করতো। এখন বিলাসিতা আর সৌখিনতায় অনেকে এগুলো ব্যবহার করেন।
নলডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের হারান সরকার বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, তাদের গ্রামে একদা প্রচুর পরিমান বেত বন ছিল কিন্তু এখন আর নেই। বেতের জালি ডগা দিয়ে তরকারি খেতাম, বেতের ফল খেতান, গ্রামের অনেক মানুষ বেত দিয়ে বিভিন্ন ধরনের নিত্য ব্যবহারযোগ্য পন্য তৈরি ও সরবরাহ করতেন যা তাদের আয়ের উৎস ছিল। এখন বেত বন নেই। নেই সেই কর্ম। স্মৃতির পাতায় সেই সব দিন উকি দিয়ে শুধু দেখা।
নাটোর জেলা বন কর্মকর্তা সত্যেন্দ্রনাথ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ‘সরকারিভাবে নাটোরে বেত বন করার কোন পরিকল্পনা নেই এবং জায়গাও নেই। তবে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরকারিভাবে বেতের আবাদ করা হয়। তার মধ্যে উত্তরবঙ্গের রংপুর, গাইবান্ধা।
রাজশাহী জেলার ধামুর হাটের শাল বনের ভিতরে বেতের চাষ করা হয়। নাটোর জেলায় সেই ধরনের বন বা জায়গা নেই। আর ব্যক্তি মালিকানার জায়গায় যে সমস্ত বেত বন ইতি পূর্বে ছিল সেই সমস্ত জায়গায় বসতি গড়ে উঠার কারনে বেত বন উচ্ছেদ হয়েছে’ বলে তিনি জানালেন।
নাটোর জুড়ে অগ্রগতি বেড়েছে ইমারত নির্মাণের। জনসংখ্যার চাপে, বসতি সংকটের কারণে উচ্ছেদ হচ্ছে বন। তাই জনসংখ্যা বৃদ্ধি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে মনে করছেন, নাটোরের সচেতন মহল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.