দিতে হবে না বিদ্যুৎ বিল

কলকাতা (ভারত) প্রতিনিধি: পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পের মধ্যে ‘হাসির আলো’ প্রকল্পটি না জানা রয়ে গেল বহু মানুষের মধ্যে। ঘটনাটি হলো, রাজ্যের বেশকিছু বিদ্যুৎ গ্রাহক অনেকদিন ধরেই কোনও বকেয়া বিদ্যুৎ বিল পাচ্ছিলেন না বা আবার কেউ পেলেও শুন্য সংখ্যার বিল অর্থাত বিল জমা করতে হবে না।
এই ধরনের সমস্যার ভুক্তভোগী হচ্ছিলেন। শেষে যখন বিদ্যুৎ দফতরের সাথে যোগাযোগ করে জানতে গ্রাহকদের এই বিল দফতর থেকেই মিটিয়ে দেওয়া হয়েছে। অর্থাত ২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুত ব্যবহার হলে ‘হাসির আলো ‘ প্রকল্পের মাধ্যমে সেই বিল সরকারি দফতর থেকে সোজাসুজি মিটিয়ে দেওয়া হচ্ছে।
রাজ্যের চা বাগান ও অন্যান্য অসংগঠিত শ্রমিকদের  ও বন্টন সংস্থার আওতায় থাকা গ্রাহকদেরও ৭৫ ইউনিট পর্যন্ত সরকারি দফতর মিটিয়ে দেয়।
দফতরের আধিকারিকদের আশ্বসেও অনেক গ্রাহক মুশকিল আশানে পড়েছেন। অনেকেই ভাবছেন ভবিষ্যতে আবার বকেয়া বিল দাবি করা হবে নাতো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.