দিঘলিয়া উপজেলা জলাতঙ্ক নির্মুল বিষয়ক অবহিতকরণ সভা

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: গত সোমবার সকাল ১১ টায় খুলনার দিঘলিয়া উপজেলায় জলাতঙ্ক নির্মুল বিষয়ক এক অবহিত করণ সভা উপজেলা প্রাণিসম্পদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষে খুলনা জেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) ২০২৩ উপলক্ষে উক্ত সভার আয়োজন করা হয়।
সার্বিক সঞ্চালনায় ছিলেন এমডিভি সুপার ভাইজার রাসেল খান, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, প্রানী সম্পদ অফিসার মোঃ ফজলুল করিম, প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ আরিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া ৩ নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মোড়ল।
সেনহাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আকবর সরদার, মোল্লা আসাবুর হোসেনসহ দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ইউপি সদস্য বৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা কুকুরের টিকাদান জলাতঙ্ক রোগ সংক্রান্ত বিষয়ের ওপর বক্তব্য রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.