দিঘলিয়া আওয়ামী যুবলীগের সভাপতির পিতার ইন্তেকাল 

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলা প্রেসক্লাব ও দিঘলিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলামের পিতা শেখ হোসেন আলী (৮৫) বার্ধক্যজনিত কারণে বুধবার (০৪ জানুয়ারী) সকাল ১১ টায় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)
তিনি মৃত্যুকালে ৩ পুত্র, ১ কন্যা ও নাতী-নাতনী ও আত্নীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ গতকাল বিকাল সাড়ে ৪ টার সময় সেনহাটি ইসলামিয়া মসজিদ (মোটা মাস্টারের কবরস্থান সংলগ্ন) ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সুকর্ণ, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, কেএম আসাদুজ্জামান, মোঃ মিজানুর রহমান, শাহ আলম খান, শেখ আনসার আলী, শেখ মঞ্জুর হোসেন, শেখ রিয়াজ হোসেন, শেখ ইয়াজুল ইসলাম, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ডাঃ সৈয়দ আবুল কাসেম, দিঘলিয়া জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার জিয়াউল হকসহ  দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা উক্ত জানাজা নামাজে অংশ গ্রহণ করেন।
জানাজা শেষে মরহুমের লাশ উক্ত কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক, বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা,  মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক একরামুল হোসাইন লিপু, যুগ্ন সম্পাদক মোঃ রবিউল ইসলাম রাজীব,মোল্লা হুমাউন কবির বাবুল, শামীমুল ইসলাম, সৈয়দ আবুল কাসেম, শামীম হক, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেনসহ সকল শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, সেনহাটি আলহাজ্ব সরোয়ার খান ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ আলতাফ হোসেনসহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ, পথেরবাজার মোস্তফা রশিদী সুজা মহিলা কলেজের শিক্ষকবৃন্দ, দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু, আঃ রকিব মল্লিক, দিঘলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল শরীফ, মোঃ জহিরুল ইসলাম, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, গাজীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, সেনহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, বারাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল, সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির ও রোজ ক্লাবের সভাপতি মোল্লা মাকসুদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের আহবায়ক শেখ তারেক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.