দিঘলিয়ায় ফাঁদ থেকে উদ্ধারকৃত গন্ধগোকুল প্রকৃতিতে অবমুক্ত

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: গত ১৫ নভেম্বর খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বাতিভীটা গ্রামের এক বাড়িতে ফাঁদে একটা গন্ধগোকুল (যা স্থানীয় ভাষায় শাইরেল বলা হয়) আটকে আছে এমন খবর পেয়ে খুলনা অঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের প্রধান হাসিবুর রহমানের নেতৃত্বে একটা টিম ঘটনা স্থলে পৌঁছে প্রাণীটিকে ফাঁদ থেকে উদ্ধার করে এবং বাড়ির মানুষদের বন্যপ্রাণী সংরক্ষণ ও অপরাধ বিষয়ক সচেতনতা সৃষ্টি করেন।
উদ্ধারকাজে সার্বিক সহোযোগিতা করেন আলোর মিছিলের স্বেচ্ছাসেবক সজল কুমার বিশ্বাস ও জি এম আল-আমিন। 
পরবর্তীতে প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সুস্থ থাকায় উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়। অবমুক্ত করেন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক, হাসিবুর রহমান ও স্বেচ্ছাসেবক আকিব।
উল্লেখ্য, যে বন্যপ্রাণী ধরা, মারা, খাওয়া, আটক, প্রদর্শন আইনত দণ্ডনীয় অপরাধ। খুলনা অঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল বন্যপ্রাণী সংরক্ষণ ও বাসস্থান তৈরি, জীব-বৈচিত্র্য রক্ষা, বন্যপ্রাণী উদ্ধার, নদী দখল-দূষণ রোধে ২০১৪ সাল থেকে কাজ করে যাচ্ছে। বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় উল্লেখযোগ্য ও গুরুত্ববরণ ভূমিকা রাখে। বন্যপ্রাণী হত্যা থেকে বিরত থাকা এবং সংরক্ষণ করা সকল নাগরিকের দায়িত্ব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.