দিঘলিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্য

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়ায় মিরাজ (২) নামক এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
এলাকাবাসী সুএে জানা যায়, আজ শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়া ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সবুজ শেখের একমাত্র পুত্র মিরাজ (২) বাড়ির পাশে থাকা পুকুরের কাছে গেলে শিশু মিরাজ পানিতে পড়ে যায়।  এ সময় শিশুর মা রত্না বেগম  রান্না করছিলেন।
কিছু সময় পর হঠাৎ মায়ের মনে পড়ে যায় সন্তানের কথা। শিশু মিরাজকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে  পুকুরের পাশে এসে শিশু মিরাজকে পুকুরের পানিতে হাবুডুবু খেতে দেখে মা রত্না বেগম দ্রুত পানিতে নেমে  শিশু মিরাজকে উপরে উঠিয়ে আনে কিন্তু ততক্ষণে  শিশু মিরাজের শরীর ফুলে ফেপে উঠেছিল। তাকে দ্রুত দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.