দিঘলিয়ার আড়ংঘাটা থেকে বিষধর সাপ উদ্ধার 

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: গত ১৩ নভেম্বর খুলনার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়নের একটা বাড়িতে পদ্ম গোখরো/ মোনোক্লেড কোবরা দেখতে পেয়ে বাড়ির মানুষ আতংকিত হয়ে পড়ে।
বাড়িতে একটা সাপ আটকে রাখে এবং খুলনা অঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের প্রধান  ও স্নেক রেসকিউ টিম বাংলাদেশের রেসকিউয়ার হাসিবুর রহমানকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে আড়ংঘাটা থেকে বিষধর সাপটি উদ্ধার করেন এবং খুলনা বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে উপযুক্ত পরিবেশে সাপটি অবমুক্ত করা হয়।
সাপটি উদ্ধারে সহোযোগিতা করেন সামাজিক কর্মী সুজন পরশ ও নাজমুস সাকিব।
উল্লেখ্য, স্নেক রেসকিউ টিম বাংলাদেশ সারাদেশে সাপ উদ্ধারে কাজ করে যাচ্ছে। সিদ্দিকুর রহমান রাব্বির পরিচালনায় ২৫ জন দক্ষ ও প্রশিক্ষিত রেসকিউয়ার সাপ উদ্ধারে কাজ করে যাচ্ছে।
টিম লিডার হাসিব জানান, সাপ ও বন্যপ্রাণী পরিবেশের খাদ্য শৃঙ্খল ও ভারসাম্য বজায় রাখতে ব্যাপক ভূমিকা রাখে। তিনি বাসা-বাড়িতে বন্যপ্রাণী /সাপ দেখতে পেলে না মেরে বন বিভাগ, জাতীয় জরুরী সেবা ৯৯৯ অথবা স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের সাথে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
তিনি আরো বলেন, সমাজের সবাইকে মিলে এ পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে তুলতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.