জাপানের কাছে বাজেট সহায়তা চাইল বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে তাদের এ সাক্ষাৎ হয়। এ সময় জাপানের কাছে বাজেট সহায়তা চেয়েছেন পরিকল্পনামন্ত্রী।
সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘জাপান আমাদের ভালো বন্ধু। প্রায় তিন বছর ধরে নাওকি এখানে কাজ করেছেন। তিনি আমার ব্যক্তিগত বন্ধুও ছিলেন। প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে তিনি এখন জাপানে যাচ্ছেন। এরপর আবার বাংলাদেশে ফিরে এসে একবারেই চলে যাবেন।’
জাপানের কাছ থেকে সরকার বাজেট সহায়তা চেয়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা চেয়েছি। তারা বিবেচনা করছে। আশা করছি, এ সহায়তা আমরা পাব।’
এ সময় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘আইএমএফ আগামী বছর বাজেট সহায়তা ছাড় শুরু করবে। তবে আমরা (জাপান) এখনো বাজেট সহায়তা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। এ নিয়ে আলোচনা চলছে। আশাকরি, একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হবে।’
বাংলাদেশে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ইতো নাওকি বলেন, ‘বাংলাদেশে তিন বছর আমার দারুণ সময় কেটেছে। অনেক মেগা প্রকল্পের সঙ্গে আমরা ছিলাম। এর মধ্যে মেট্রোরেল লাইন-৬ উদ্বোধন হবে ডিসেম্বরে। এটি একটি মাইলফলক প্রকল্প। এ ছাড়া মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, বিমানবন্দর সম্প্রসারণসহ আরও বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ৫০ বছর পার করছে। জাপানের সঙ্গে সম্পর্কেরও ৫০ বছর চলছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর এ সফর সম্পর্ক আরও উন্নয়নে কাজ করছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.