দিঘলিয়া উপজেলার ভৈরব নদীতে বিশেষ বিশেষ কম্বিং অপারেশ জালসহ একজন গ্রেফতার ও অর্থদন্ড


দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলা টাস্কফোর্সের বিশেষ কম্বিং অপারেশনে অবৈধভাবে মাছ শিকারের দায়ে জালসহ মাছ শিকারী আটক হয়েছে।
দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দিঘলিয়া উপজেলা টাস্কফোর্সের বিশেষ কোম্বিং অপারেশন ২০২৩ এর ৪র্থ ধাপের ষষ্ঠ দিনে ভৈরব নদীতে অভিযান চলা কালে ভৈরব নদীতে অবৈধভাবে মাছ শিকারের সময় কারেন্ট ও ১ টি বেহুন্দি জালসহ জনৈক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল আলম।
দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.