দিঘলিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি সবার ঘরে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, শিশু কিশোর প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
আজ রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ওউপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার।
আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা শিক্ষা অফিসার মাধ্যমিক মোঃ মাহফুজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, দিঘলিয়া ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মোঃ মাসুদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, মোল্যা কারুজ্জামান বাচ্চু, এম সাখাওয়াত হোসেন, মোঃ ইদ্রিস আলী হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য অফিসার সাঈদা আক্তার প্রমুখ।
আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পক্ষ থেকেও এ দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এ দিবস উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরেরও এ দিবসটি পালিত হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.