দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

বিশেষ (খুলনা) প্রতিনিধি: ভোগ্য পণ্যের উর্ধ্বগতি রোধে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছেন সরকার। বাজারের ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যে কৃষি পণ্য বিক্রয় করছেন কিনা তা নিশ্চিতকরণের জন্য দিঘলিয়া উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন দিঘলিয়া উপজেলা প্রশাসন।

সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার বাজারগুলোতে মনিটরিং এর অংশ হিসেবে সরকার নির্ধারিত মূল্যে ভোগ্য পণ্য বিক্রয়ের অবস্থা সরেজমিনে আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহ এবং সহকারী কমিশনার ভূমি মাহমুদুর রহমান বাজার মনিটরিং করেন।
বাজারে আলু, পেঁয়াজ, ডিম সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় সহ কাঁচাবাজার, মাছ, মাংস সব ক্ষেত্রেই ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে বিক্রয়ের জন্য সতর্ক করেন এবং প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন, সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য কিনতে পারে তার জন্য উপজেলার প্রতিটি বাজারে মূল্য তালিকা প্রদর্শনসহ কঠোর নজরদারি থাকবে।
এছাড়াও তিনি অতিরিক্ত মুনাফা করে জনজীবনকে দুর্বিষহ না করার জন্য সকলের প্রতি আহবান জানান।
বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনার সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুর রহমান, দিঘলিয়া থানা প্রতিনিধি এস আই নিপুন, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম গোলাম রহমান, পথের বাজার বণিক সমিতির সভাপতি ডাক্তার আলম, সেনহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক গোলাম নবী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বাজার কমিটির সদস্যবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.