দারিদ্র্যের ধরন সম্পূর্ণ বদলে গেছে : শিক্ষামন্ত্রী

ঢাকা প্রতিনিধি: দেশে দারিদ্র্য রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এখন দেশে দরিদ্র নেই তা নয়; কিন্তু দারিদ্র্যের ধরন সম্পূর্ণ বদলে গেছে। আগে এমন ছিল যে, খেতেই পারছে না। হাড্ডি দেখা যায়, কোনও পুষ্টি নেই—এমন অবস্থা ছিল। আর এখন খাবারটা খেতে পারছে। সবার গায়ে কাপড় আছে, পায়ে জুতা আছে। বাচ্চারা নতুন বই পাচ্ছে।’
আজ মঙ্গলবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘হাসিনোমিক্স: বাংলাদেশ একটি উন্নয়ন বিস্ময়’
শীর্ষক গবেষণা প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ‘আমরা সোশ্যালিজমের কথা বলি, ক্যাপাটিলিজমের কথা বলি। এই দুই জগতের যা কিছু ভালো, সেগুলোকে তিনি (শেখ হাসিনা) একসঙ্গে করেছেন। সেটাকে একটা ভিন্ন নাম দেন শেখ হাসিনা। সারাবিশ্বে অর্থনীতির যে ধারণাগুলো আছে, তার সঙ্গে তা মেলে না। সব কিছুর মধ্যে যা কিছু ভালো আছে, তিনি খুঁজে খুঁজে সেগুলোকে একত্র করেছেন।’
দেশের মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রমাগত ষড়যন্ত্রের শিকার হতে হয় জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের শেখ হাসিনা যখন দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন; তখন একটা বিরোধীদল আছে, যারা বিদেশে গিয়ে পত্রপত্রিকায় লিখে, লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অন্য দেশের সরকার প্রধানদের কিন্তু এভাবে দেশের উন্নয়নের ক্ষেত্রে বাধার সামনে পড়তে হয় না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো করে আমরা বাংলাদেশকে চিনি না মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা কেউ বাংলাদেশটাকে শেখ হাসিনার মতো করে চিনি না। উনি চেনেন শুধু এই কারণে নয় যে, উনি বাংলাদেশের প্রতিটি আনচে-কানাচে ঘুরেছেন। আমরা অনেকেই ঘুরি, কিন্তু দেখি না। তিনি দেখেন, অনুভব করেন। একই সঙ্গে তিনি তার মনের মধ্যে, স্মৃতির মধ্য এমনভাবে রাখেন, যে জায়গায় যেটা দরকার দিতে পারেন।’
দীপু মনি বলেন, ‘শান্তি, নিরাপত্তা, অগ্রগতি—এসব কিছুতে শেখ হাসিনা শুধু বাংলাদেশকে নয় পুরো বিশ্বকে পথ দেখাচ্ছেন। সাহস, প্রজ্ঞা, দূরদর্শিতা, দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, মানবিকতা এবং একটা ইতিহাস বোধ নিয়ে তিনি কাজ করেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য সম্পাদক ড. সেলিম মাহমুদ, ৭১ টিভির সিইও মোজাম্মেল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.