দামুড়হুদার আরামডাঙ্গায় বজ্রপাতে একজনের মর্মান্তিক মৃত্যু

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামে বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম জাশিদুল ইসলাম (২৪)। জাশিদুল আব্দুল ওহাব শেখের ছেলে ও দামুড়হুদা ওদুদ শাহ কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিল। ২ ভাই এর মধ্যে জাশিদুল বড়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। জানাগেছে , জাশিদুল বিকালের দিকে বৃষ্টির সময় তাদের বাড়ির কাছে শিতাল চারা মাঠের বিলে মাছ ধরতে  যায়।
এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরের দিন সকালে গ্রামের লোকজন বিলে মাছ ধরতে গিয়ে তার মরদেহ দেখতে পাই। বজ্রপাতে জাশিদুলের দেহের কিছু অংশ পুড়ে যায়।
কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই মেজবাহুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পরিবারের লোকজন নিখোঁজের খবর দেয়ার পর আমরা সারারাত মাঠে খোঁজাখুজি করেছি কিন্তু রাতে তাকে খুঁজে পাওয়া যায়নি।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে লাশের সুরুত হাল করেছে এসআই মেজবাহুর রহমান। বেলা সাড়ে ১১টার দিকে আরামডাঙ্গা কবরস্থানে মুসুল্লিদের উপস্থিতিতে মৃত ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হয়।
জাশিদুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.