দাবী বাস্তবায়নে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও আখ চাষিদের ফটক সভা


নাটোর প্রতিনিধি: শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধসহ ৫ দফা দাবী বাস্তবায়নে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও আখ চাষি ফেডারেশনের ফটক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে নাটোর সুগার মিল গেটের সামনে এই ফটক সভা অনুষ্ঠিত হয়।
৫ দফা দাবী বাস্তবায়ন না হওয়ায় বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি পালন করা হয়।
ফটক সভায় বক্তব্য রাখেন নাটোর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী, সাধারণ স¤পাদক মনসুর রহমান, বাংলাদেশ আখ চাষি ফেডারেশনের সহ-সভাপতি মোসলেম উদ্দিন প্রামাণিক, সাধারণ স¤পাদক ফয়েজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, চিনিকলে নিয়োজিত শ্রমিক-কর্মচারীরা ৫/৬ মাস ধরে বেতন পান না। ওই বকেয়া বেতনসহ সকল পাওনাদি এবং অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের টাকা পরিশোধ করা, চিনিকল বন্ধের প্রক্রিয়া বন্ধ, আসন্ন মাড়াই মৌসুম ২০২০-২১ মৌসুমের পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ, আখ উৎপাদনের স্বার্থে সার, বীজ ও কীটনাশকসহ জরুরি উপকরণ সরবরাহ ও আখ চাষিদের আখের পাওনা টাকা পরিশোধ করার দাবি জানান তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.