দাউদকান্দিতে পিকনিকের বাস খাদে, নিহত ৩, আহত ১৫

কুমিল্লা ব্যুরো: কুমিল্লার দাউদকান্দিতে পিকনিকের বাস খাদে পড়ে এক পথচারীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। 

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি আবদুল্লাহ আল মামুন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পিকনিক শেষ করে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী খাদিজা ভিআইপি কোচ সার্ভিসের একটি বাস সকাল সাড়ে ৭টার দিকে বেপোয়ারা গতিতে কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী এলাকায় এক পথচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

এসময় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত বাস ও যাত্রীদের উদ্ধার করেন। পরে গুরুতর আহতাবস্থায় ৫ জনকে উদ্ধার করে দাউদকান্দির গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর এক পথচারী ও ২ বাসযাত্রী মারা যান।

নিহতরা হলেন, পথচারী দাউদকান্দির সহিদ মোল্লা, বাসযাত্রী ঢাকা কেরানীগঞ্জের শফিকুল ইসলাম ও মুঞ্জিগঞ্জ জেলার মো. রমজান আলী।

এ ঘটনায় দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, পুলিশের এই কর্মকর্তা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.