দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে হাসিবকে খুন : পুলিশ সুপার

নোয়াখালী প্রতিনিধি: দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে খুন হন নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার হাসিব। আজ সোমবার (১১ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে জানান, হত্যার ঘটনায় প্রধান আসামি হাসানসহ তিনজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এই সঙ্গে চাঞ্চল্যকর এই হত্যার রহস্য উদঘাটন হয়েছে।
তিনি জানান, গত ৭ জুলাই বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের মহিবুল্লাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় হাসান, মাসুম, জয়সহ কয়েকজন ছাত্রলীগ সদস্য হাসিবুল বাশার হাসিবকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে।
এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা হয়। গত রাতে মামলার ১ নম্বর আসামি মহিবুল্লাহপুর গ্রামের আবু মিয়ার ছেলে হাসান (৩১), ৩ নম্বর আসামি আবদুল লতিফের ছেলে জয় (২১), হত্যার সময় তথ্য দিয়ে সহযোগিতাকারী তিতাহাজরা গ্রামের আবু তাহেরের ছেলে রুবেলকে (৩০) গ্রেফতার করা হয়। আসামিরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.