দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ি আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার দর্শনাা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পুলিশ।
আজ রবিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায দামুডহুদার দর্শনা থানায় অফিসার ইনচার্জ মাহাবুবুুর রহমানের নির্দেশে এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্য নিয়ে পারকৃষ্ণপুর -মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা  গ্রামের হযরত আলীর বাড়িতে অভিযান চালায়।
অভিযান চালিয়ে হযরত আলীর ছেলে মোঃ শাহাজান (২০) কে তিন কেজি গাঁজাসহ তাকে আটক করেন। এসআই সাইফুল ইসলাম  জানান গোপন  সংবাদের মাধ্যমে তাকে আটক করি।এর স্বীকারোক্তি জানতে পারি এদের একটি চক্র অভিনব কায়দার মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। তিনি আরও বলেন  মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর বার্তা জিরো টলারেন্স।
মাদক ব্যবসায়ীরা যতই শক্তিশালী হোক না কেন কেউ রেহাই পাবে না। আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে  দর্শনা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.