দর্শক শূন্য স্টেডিয়ামে হলেও, আইপিএল হবে এই বছরই – সৌরভ

কলকাতা প্রতিনিধি: করোনা পরিস্থিতির জন্য স্হগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল ৷ কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে বহুবার আলোচনা হয়েছে ৷ তবে দর্শক শূণ্য মাঠ হলেও এই বছরই আইপিএল খেলা হবে বলে জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট শ্রী সৌরভ গাঙ্গুলী ৷

বিসিসিআই-এর সভাপতি সম্প্রতি  সব সদস্যদের চিঠি দিয়ে জানিয়ছেন , “এই বছরই আইপিএল করার আলোচনা হচ্ছে। সব রকমের চেষ্টা চলছে। যদি দর্শক শূন্য স্টেডিয়ামে টুর্নামেন্ট করতে হয়, তাতেও রাজি আমরা। কারণ ইতিমধ্যেই অনেক ক্রিকেটার জানিয়েছেন তাঁরা এই টুর্নামেন্ট খেলতে চাইছেন। আর যদি টি ২০ বিশ্বকাপ না হয়, তবে আইপিএল হওয়াতে কোনও বাধা থাকা উচিত নয় ৷ “
২৯ শে মার্চ আইপিএল হওয়ার কথা ছিল ৷ অক্টোবর- নভেম্বর মাসে টি ২০ বিশ্বকাপ না হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় সেই সময়েই আইপিএল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিয়ে সঠিক সিদ্ধান্ত এখনও হয়নি ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.