‘দর্পণ টিভি’ ও চাঁপাই দর্পণ এর প্রতিনিধি ও কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রকাশিত ও সম্প্রচারিত ‘দর্পণ টিভি’ অনলাইন ও চাঁপাই দর্পণ এর প্রতিনিধি ও কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা হয়েছে।

আজ শনিবার সকালে শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেট এর ৪র্থ তলায় ‘দর্পণ’ কার্যালয় চত্বরে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার মো. ওয়াহিদুজ্জামান।

কর্মশালায় সভাপতিত্ব করেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’র প্রকাশক ও সম্পাদক এবং ‘দর্পণ টিভি’ অনলাইন এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম রঞ্জু। অতিথি ছিলেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’র বার্তা সম্পাদক মো. আব্দুল বারী ও ‘দর্পণ টিভি’ অনলাইন এর বার্তা প্রধান মো. আবুল কালাম। কর্মশালায় ‘দর্পণ টিভি’ ও ‘চাঁপাই দর্পণ’ এর জেলার বিভিন্ন উপজেলার ২০জন প্রতিনিধি অংশ নেয়।

বক্তারা ‘দর্পণ টিভি’ ও চাঁপাই দর্পণ এর উত্তরোত্তর উন্নতি কামনা করেন। দিনব্যাপী কর্মশালায় ভিডিও ধারণ, বেসিক জার্নালিজুম, নিউজ প্রেজেন্টেশন, ভিডিও ইডিটিং, ক্যাপচারিং, ছবি সংগ্রহসহ বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.