BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালত কার্যকর একটি প্ল্যাটফম, জেলা প্রশাসকের

দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালত কার্যকর একটি প্ল্যাটফম, জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক: গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে উচ্চ আদালতের ওপর চাপ কমবে এবং বিচারপ্রার্থীরা স্বল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পেতে সক্ষম হবেন এ মত প্রকাশ করেছেন বক্তারা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত ব্যবস্থা শীর্ষক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প।

বক্তারা বলেন, প্রচলিত আদালতে মামলা নিষ্পত্তিতে বছরের পর বছর লাগে। এতে বিচারপ্রার্থীর সময়, অর্থ ও শ্রম সবই অপচয় হয়। কিন্তু গ্রাম আদালতে অনধিক ১২০ দিনের মধ্যেই অভিযোগের নিষ্পত্তি করা হয়; ফলে প্রতিদিনের দীর্ঘসূত্রতা ও ভোগান্তি থেকে প্রান্তিক মানুষ মুক্তি পান। এ ব্যবস্থা জনপ্রিয় করতে গণমাধ্যমের ইতিবাচক ভ‚মিকা অত্যন্ত প্রয়োজন।

মতবিনিময় সভায় জানানো হয়, তৃতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় জেলার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণের কার্যক্রম চলছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ৬ হাজার ১৬৬টি মামলা দায়ের হয়েছে, এর মধ্যে ৫ হাজার ৯৬৫টি নিষ্পত্তি করা হয়েছে। নারী মামলা নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৬৫১টি। এ সময় ক্ষতিপূরণ আদায় হয়েছে ৭ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৩৯৩ টাকা এবং উদ্ধার হয়েছে প্রায় ১ হাজার ৫৭ শতক জমিÑযার আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি টাকার বেশি।

প্রধান অতিথি জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দ্রæত বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর একটি প্ল্যাটফর্ম। গণমাধ্যমের ইতিবাচক প্রচারণা জনসচেতনতা বাড়াবে এবং মানুষকে এই সেবার প্রতি উৎসাহিত করবে। তিনি আরও জানান, গ্রাম আদালতকে শক্তিশালী করতে অবকাঠামো উন্নয়ন, নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতা সৃষ্টি এবং মনিটরিং জোরদার করা হচ্ছে।

সভাপতিত্বকারী স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকিউল ইসলাম বলেন, গ্রামের ছোটখাটো বিরোধের বেশিরভাগই গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত। অথচ সচেতনতার অভাবে অনেকেই থানায় বা জেলা আদালতে ছুটে গিয়ে সময় ও অর্থ নষ্ট করেন। গণমাধ্যম এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে।

তিনি আবারও উল্লেখ করেন, গত এক বছর সাত মাসে জেলায় ৬ হাজার ১৬৬টি মামলা দায়ের ও ৫ হাজার ৯৬৫টি নিষ্পত্তির তথ্য, যা প্রান্তিক মানুষের বিশেষ করে নারীদের উপকারিতা স্পষ্ট করে।

সভায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. লুৎফর রহমান বলেন, গ্রাম আদালতকে সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা জরুরি।

জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন।

আইন বিশ্লেষক অ্যাডভোকেট মশিউর রহমান চৌধুরী গ্রাম আদালত আইন-২০০৬ অনুযায়ী এখতিয়ার, মামলা নিষ্পত্তির সময়সীমা ও কাঠামো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।

তিনি বলেন, সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি বিরোধ এখানেই নিষ্পত্তি করা যায়, এবং মামলা গ্রহণের পর ৯০ থেকে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যেই রায় দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

এছাড়া ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মারুফ আহমেদ বক্তব্য দেন।

গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন সম্পাদক আফজাল হোসেন, সম্পাদক সোহেল মাহবুব, সাংবাদিক আবরার শাইর, সিনিয়র সাংবাদিক আইনুল হক, ফারুক হোসেন, রাজিব হোসেন, ডালিম হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, গ্রাম আদালত একটি কার্যকর, সাশ্রয়ী ও জনবান্ধব বিচারব্যবস্থা যা প্রচলিত আদালতের ওপর চাপ কমিয়ে বিচারপ্রক্রিয়াকে আরও গতিশীল করতে পারে। সচেতনতা ও ইতিবাচক প্রচারের মাধ্যমে এ ব্যবস্থাকে সারাদেশে আরও জনপ্রিয় করা সম্ভব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফুড সেফটি নিশ্চিত না হলে মাছের উৎপাদন বাড়ানোর অর্থ নেই : মৎস্য উপদেষ্টা লন্ডন থেকে কখন ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান খুলনায় এনসিপি নেতাকে গুলি: জানা গেল আটক সেই নারীর পরিচয় বকশীগঞ্জ পৌরসভার জনগুরুত্বপূর্ণ দুই রাস্তার সংস্কার কাজের উদ্বোধন  নির্বাচন নিয়ে যড়যন্ত্রকারীদের সব কিছু ২৫ ডিসেম্বর বিনষ্ট হয়ে যাবে : মিলন বিএনপি নেতা বিরু মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জহুরুল গ্রেপ্তার; অস্ত্র-গুলি জব্দ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছেন ৫০ হাজারেরও বেশি নেতাকর্মী রুয়েটে বেলুন ও পায়রা উড়িয়ে আরপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন নবীগঞ্জে মোবাইল কোর্টে কৃষিজমি থেকে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা Huawei Hosts Tower Riggers’ Safety Awareness Program