দক্ষিণ কোরিয়ার হেলিকপ্টার বিধ্বস্ত : নিখোঁজ ৭, আরও হতাহতের আশঙ্কা

 

ফাইল ছবি::

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উদ্ধার কাজে নিয়োজিত দক্ষিণ কোরিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন ওই হেলিকপ্টারের সাত আরোহী।

গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় জাপান সাগরের দক্ষিণ কোরিয়া উপকূলে দোকদো দ্বীপের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

দক্ষিণ কোরয়িার জাতীয় দমকল সংস্থার মুখপাত্র (এএফপিকে) জানান, তাদের দেশের কোস্টগার্ড, জাতীয় দমকল সংস্থার সদস্য ও বেসামরিক নৌযান নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান অভিযান চালাচ্ছে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই এলাকায় কয়েকটি হেলিকপ্টার ও ডুবুরিদের পাঠিয়েছে।

এ দুর্ঘটনায় কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘হয়তো নিখোঁজ সাত আরোহীর সবাই সাগরে তলিয়ে গেছেন।’

প্রধানমন্ত্রী লি নাক ইয়ন সরকারী সংস্থাগুলোকে সাত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে সর্বোচ্চ তৎপরতার নির্দেশ দিয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.