দক্ষিণ কলকাতার জিডি বিরলা স্কুলে চলছে অচলাবস্থা

কলকাতা (ভারত) প্রতিনিধি: করোনা আবহের প্রায় দেড়বছর বাদে খুলল জিডি বিরলা স্কুল। দক্ষিণ কলকাতার এই স্কুলটিতে ছাত্র ছাত্রীদের সংখ্যাও অনেক।
স্কুল ফিস নিয়ে সম্প্রতি হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে জানিয়েছেন যে, যেহেতু করোনা কালে অন লাইন ক্লাসই হয়েছে।সেইহেতু স্কুল ফিসে কুড়ি শতাংশ ছাড় দিয়ে জমা নিতে বলা হয়েছিল স্কুলগুলোকে।
এমনকি স্কুল ফিস বাকি থাকলেও কোনভাবেই আটকানো যাবে না পরীক্ষায় বসা।
কিন্তু আজ যখন স্কুলে পড়ুয়ারা যায় তখনই তাদের আটকে বলা হয় স্কুল নির্ধারিত সমস্ত ডিউস আগে জমা করতে।
অভিভাবকেরা দাবি তোলেন তাঁরা আদালতের ধার্য অনুযায়ীই ফিস প্রদান করেছেন এর বাইরে কিছু করবেন না।
আগামীকালও তাঁরা পড়ুয়াদের পাঠাবেন স্কুলে না ঢুকতে দিলে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করবে। দরকারে প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.