তৃতীয় বারের জন্য আবার জয়ী আম আদমি পার্টি 

কলকাতা প্রতিনিধি: আপ মুখ পাত্র দু বারের নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের জনগনের জন্য জল, বিদ্যুৎ থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা— নিরাপত্তা, মেয়েদের বাসভাড়া ছাড়, সম্পর্কিত পরিসেবা — মানুষের মন জয় করতে যে কাজ করেছে, তা নিয়ে অনেকেই নিঃসন্দেহ ৷ নিজের কাজের ফিরিস্তি যেমন প্রচারে সামনে এনেছেন, তেমনই ‘এত কাজের পরও ওঁরা আমায় আতঙ্কবাদী বলছেন’— এ ভাবেই পাল্টা সেন্টিমেন্ট তৈরী করেছেন কেজরীবাল। এবং বোঝা যাচ্ছে, তাতে তিনি সফলও। অ-বিজেপি ভোটকে যতটা সম্ভব নিজের দিকে টেনে আনার কৌশল করে ভোটের শেষ পর্বে তিনি আরও বেলেছেন ” আপনারা যদি ভাবেন আতঙ্কবাদী, তবে আমাদের ভোট না দিয়ে বিজেপিকে দিন। আর যদি বিশ্বাস না করেন, তবে আপনি যে দলেরই হোন না কেন এ বার ঝাড়ুতে ভোট দিন”৷ অবিজেপি ভোট যাতে কংগ্রেসে না গিয়ে আপে আসে, সে দিকেই চেষ্টা করছেনে তিনি ৷

তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন অরবিন্দ কেজরীবাল । আসন কিছুটা কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে আম আদমি পার্টি (আপ)। বিজিপির আসন বাড়লেও এ বারও ধর্মীয় মেরুকরণ, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর)-এর ধাক্কায় এ বারও দিল্লির মসনদ অধরাই থেকে গেল বিজেপির কাছে। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল কংগ্রেস।তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন অরবিন্দ কেজরীবাল। আসন কিছুটা কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে আম আদমি পার্টি (আপ)।

বিজিপির আসন বাড়লেও এ বারও ধর্মীয় মেরুকরণ, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর)-এর ধাক্কায় এ বারও দিল্লির মসনদ অধরাই থেকে গেল বিজেপির কাছে। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল কংগ্রেস।

গত পাঁচ বছরে কেজরীবালের উন্নয়নের রাজনীতিতে দিল্লী বাসীরা যে কতটা সন্তুষ্ট তা আজ প্রতিফলিত হল ভোটের ফলাফলে ৷ দিল্লীবাসির বিদ্যুতের বিল প্রায় মকুব করে দেওয়া, মহিলাদের জন্য বিনামূল্য বাসযাত্রা, বিনা পয়সায় ২০ লিটার পর্যন্ত জল দেওয়ার মতো জনমুখী প্রকল্পের উপর আস্থা রেখেছেন দিল্লিবাসী। তার সঙ্গে ছিল প্রায় দুর্নীতিহীন সরকার উপহার দেওয়া।

সমাজকর্মী অন্না হজারের সঙ্গে গাঁটছড়া বেঁধে দুর্নীতির বিরুদ্ধে টানা অনশন-ধর্না আন্দোলন- কেজরীবালের মতাদর্শের গঠিত হয়েছিল ৷   লোকপাল বিলের দাবিতে যে ভাবে দিনের পর দিন অনশন ও শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন করেছিলেন কেজরীবাল, তাতে তাঁর মধ্যে এক নতুন নেতার স্ফুলিঙ্গ দেখেছিলেন দেশবাসী। সেই মাফলার ম্যন কেজরীবালের হাত ধরেই দেশবাসী স্বপ্ন দেখেছিলেন এক নতুন ভারতের। এক দুর্নীতিমুক্ত ভারতের।

আপ নেতা অরবিন্দ কেজরীবাল বিজেপির কৌশলের পিছনে না ছুটে, শেষ পর্যন্ত নিজের কৌশলেই খেলেছেন কেজরী। সিএএ থেকে শাহিন বাগের মতো ইস্যু, যা নিয়ে সাড়া দেশ তোলপাড় হয়েছে, তাতে ঢুকে পড়ায় ঝুঁকি আছে বুঝে পাশ কাটিয়ে গিয়েছেন। কাজ করলে জয় আসে— দিল্লির জয় নিশ্চিত হওয়ার পর এমনটাই বলছেন আপ নেতারা। কার্যত ঝারুর ঝরে উড়ে গেল  বিরোধী শিবির বিজেপি ৷ ৭০টি বিধানসভায় ৬২টি তে আপ জয়ী আর গেরুয়া শিবিরের ঝুলিতে এসেছেে মাত্র ৮টি আসন ৷

আজকের জয়ের পর তিনবারের জয়ী প্রার্থী অরবিন্দ কেজরীবাল বলেছেন এই জয় প্রতিটি দিল্লীবাসির ৷ এই জয় দিল্লীর প্রতিটি পরিবারের ৷ এই জয় জন স্বার্থের উদ্দ্যোগে পরিসেবার জয় ৷ এই জয় উন্নয়নের জয় ৷ এই জয় শিক্ষাক্ষেত্রে স্বার্থ ক্ষেত্রে যে বিপ্লব এসেছে তার জয় ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.